
ম্যানচেস্টার,১৮ জানুয়ারি(হি.স.): শনিবারই ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় দারুণ এক সুযোগ এসেছিল আর্সেনালের সামনে। ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করতে পারত তারা। কিন্তু তা কাজে লাগাতে পারল না।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে আধিপত্য দেখিয়েও, ফিনিশিংয়ের ব্যর্থতায় ম্যাচ গোলশূন্য ড্র করেছে মিকেল আর্তেতার দল নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। এই নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল তারা।
২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
দিনের প্রথম ম্যাচে, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তাদের সমান পয়েন্ট নিয়েই তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা, তবে একটি ম্যাচ অবশ্য কম খেলেছে দলটি।
এদিকে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করা লিভারপুল ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ম্যানচেস্টার ইউনাইটেড।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি