
লখনউ, ১৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লখনউ-তে হেলথ টেক কনক্লেভ ১.০-তে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এদিন বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বড় কনজিউমার বাজার হল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ ২৫ কোটি জনসংখ্যার সঙ্গে, প্রতিবেশী রাজ্য এবং অন্যান্য বেশ কয়েকটি দেশের জন্য স্বাস্থ্যসেবার বোঝা বহন করে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তাঁর নির্দেশনায়, উত্তর প্রদেশ সরকার, ভারত সরকারের সহযোগিতায়, গত ৮-৯ বছরে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে সফল হয়েছে।
যোগী আদিত্যনাথ বলেন, ২০১৭ সালের আগে, উত্তর প্রদেশে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে সমন্বয়ে মোট ৪০টি মেডিকেল কলেজ ছিল এবং বর্তমানে উত্তর প্রদেশে ৮১টি মেডিকেল কলেজ চালু রয়েছে, যার মধ্যে ২টি এইমস। গত ১১ বছরে এই ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের কারণে জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা সহজ হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ