
মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের সোলাপুর জেলায় শনিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, পনভেল থেকে ছয় জন একটি গাড়িতে করে আক্কালকোটের মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত প্রায় ১টা নাগাদ পুণে -সোলাপুর মহাসড়কের মোহোলের এলাকার কাছে দেবদি পাটি অঞ্চলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে গাড়িটি রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনায় গাড়ির ভিতরে আটকে পড়া জ্যোতি জয়দাস টাকলে নামের এক মহিলা গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য