
মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): যারা ধর্মের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সত্যকে মেনে চলেন তাঁরাই সাধু, রবিবার মুম্বইয়ে অনুষ্ঠিত 'বিহার সেবা উর্জা মিলন' অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, যারা ধর্মের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সত্যকে মেনে চলেন তাঁদেরই সাধু বলা হয়। তাই, সাধুদের সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। সেই কারণেই দেশের প্রধানমন্ত্রীও বলেছেন, আমি সাধুদের 'না' বলতে দ্বিধা করি। আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত রবিবার সকালে মুম্বইয়ের ঘাটকোপাড়ার ভানুশালী ওয়াড়িতে বিহার সেবক উর্জা মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ