
সিঙ্গুর, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলার শিক্ষা ব্যবস্থা মাফিয়া ও দুর্নীতিগ্রস্তদের নিয়ন্ত্রণে, কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হুগলির সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাই, আমি পশ্চিমবঙ্গের মা ও বোনদের কাছেও একটি অনুরোধ করতে চাই। যতদিন তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় থাকবে, ততদিন আপনাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা এবং ভালো চাকরি পাবে না। অতএব, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনাদের অবশ্যই বিজেপিকে ভোট দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজেপিকে দেওয়া আপনাদের ভোট নিশ্চিত করবে, এখানকার কলেজগুলিতে ধর্ষণ এবং হিংসার ঘটনাগুলি রোধ করা হবে। বিজেপিকে আপনাদের একটি ভোট নিশ্চিত করবে, সন্দেশখালির মতো ঘটনা বাংলায় আর কখনও ঘটবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় তৃণমূলের জঙ্গলরাজের অবসান এবং বিজেপির সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনটা করার জন্য, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখানো পথ অনুসরণ করতে হবে। তিনি নারী ও যুবশক্তিকে পরিবর্তনের বাহন হিসেবে ব্যবহার করেছিলেন। এখন, বাংলার বোন ও কন্যাদের, এখানকার যুবকদের, তাদের আওয়াজ তুলতে হবে। তৃণমূলের শাসনে এমনকি কন্যারাও নিরাপদ নয়।
হিন্দুস্থান সমাচার / সংবাদ