তৃণমূল অনুপ্রবেশকারীদের নির্ভরযোগ্য ভোটব্যাঙ্ক বিবেচনা করে : প্রধানমন্ত্রী
সিঙ্গুর, ১৮ জানুয়ারি (হি.স.): দেশের সুরক্ষার সঙ্গে আপস করে তৃণমূল কংগ্রেস। তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেস এই এলাকায় অনুপ্রবেশকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্
প্রধানমন্ত্রী


সিঙ্গুর, ১৮ জানুয়ারি (হি.স.): দেশের সুরক্ষার সঙ্গে আপস করে তৃণমূল কংগ্রেস। তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেস এই এলাকায় অনুপ্রবেশকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে এবং তাদের রক্ষা করার জন্য বিক্ষোভ প্রদর্শন করে। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের একটি নির্ভরযোগ্য ভোটব্যাঙ্ক হিসেবে বিবেচনা করে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য যে কোনও পর্যায়ে যেতে প্রস্তুত।

প্রধানমন্ত্রী মোদী বলেন, গত ১১ বছরে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বারবার চিঠি লিখে সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ এবং প্রয়োজনীয় জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। কিন্তু তৃণমূল ধারাবাহিকভাবে এই অনুরোধগুলো উপেক্ষা করেছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, তৃণমূল এমন দলগুলিকে পৃষ্ঠপোষকতা করে যারা অনুপ্রবেশকারীদের রক্ষা করে এবং তাদের জন্য ভুয়ো নথি তৈরি করে। অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করার সময় এসেছে এবং যারা গত কয়েক দশক ধরে জাল নথি ব্যবহার করে এখানে থেকেছে, তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande