
সিঙ্গুর, ১৮ জানুয়ারি (হি.স.): তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের যুবসমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে। তীব্র সমালোচনা করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, সমগ্র দেশে যখন হাজার হাজার আধুনিক পিএম শ্রী স্কুল স্থাপন করা হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শিশুদের এই স্কুলগুলোর দেওয়া মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত করছে। পশ্চিমবঙ্গের তরুণদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে সরানোর সময় এসেছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলার মৎস্যজীবীদের উপর তৃণমূল কংগ্রেস কীভাবে তাদের বিদ্বেষ প্রকাশ করছে, তার একটি উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। বাংলার লক্ষ লক্ষ পরিবার মাছ ধরার সঙ্গে জড়িত। বর্তমান মাছ রফতানির তুলনায় এখানকার সম্ভাবনা অনেক বেশি এবং এখানকার মৎস্যজীবীদের সেই সম্ভাবনা রয়েছে। এর জন্য, এই মৎস্যজীবীদের সহায়তা এবং উন্নত প্রযুক্তি গ্রহণ করা অপরিহার্য।
প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি মাথায় রেখে, কেন্দ্রীয় সরকার সারা দেশের মৎস্যজীবীদের সাহায্য করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। সারা দেশের রাজ্য সরকারগুলি এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের মৎস্যজীবীদের নাম নিবন্ধন করছে। তবে, বাংলায় এই কাজটি স্থগিত রাখা হয়েছে। আমরা বারবার বাংলার তৃণমূল সরকারকে চিঠি লিখছি। তবে, তৃণমূল সরকার এখানে মৎস্যজীবীদের নিবন্ধনে মোটেও সহযোগিতা করছে না। ফলস্বরূপ, বাংলার মৎস্যজীবীরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প থেকে উপকৃত হতে পারছেন না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ