
লখনউ, ১৮ জানুয়ারি (হি.স.): দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে বোমার ভয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বিমানে বোমা রয়েছে, এই বার্তা ছড়িয়ে পড়তেই আর কোনও ঝুঁকি নেননি পাইলট। ২৩৮ জন যাত্রীকে নিয়ে উত্তর প্রদেশের লখনউ বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ইন্ডিগোর ৬ই-৬৬৫০ দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানটি লখনউতে জরুরি অবতরণ করে।
বিমানের টয়লেটে টিস্যু পেপারে লেখা একটি বার্তা পাওয়ার পর, লখনউতে জরুরি অবতরণ করে বিমানটি। যেখানে লেখা ছিল, এই বিমানে বোমা আছে। সহকারী পুলিশ কমিশনার (এসিপি) রজনীশ ভার্মা জানিয়েছেন, হুমকির মধ্যে ছিল বিমানের টয়লেটে একটি টিস্যু পেপার-এ একটি হাতে লেখা নোট| পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চলছে বলেও জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ