প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী রাজ কে পুরোহিত, শোকাহত ফড়নবিস
মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা মহারাষ্ট্র বিজেপির প্রাক্তন সভাপতি রাজ কে পুরোহিত। দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ের একটি হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। রবিবার মেরিন ড্রাইভের রাজহংস ভবনে জনসাধারণের শ্রদ্ধাঞ
প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী রাজ কে পুরোহিত, শোকাহত ফড়নবিস


মুম্বই, ১৮ জানুয়ারি (হি.স.): প্রয়াত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা মহারাষ্ট্র বিজেপির প্রাক্তন সভাপতি রাজ কে পুরোহিত। দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ের একটি হাসপাতালে জীবনাবসান হয়েছে তাঁর। রবিবার মেরিন ড্রাইভের রাজহংস ভবনে জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি জানানোর পর চন্দনওয়াড়ির মুক্তিধামে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

মুম্বই বিজেপি শিবিরে একজন সুপরিচিত ব্যক্তিত্ব, তিনি দলের নগর সভাপতি এবং মহারাষ্ট্র সরকারে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০১৪-১৯ সাল পর্যন্ত বিধানসভায় বিজেপির প্রধান হুইপ ছিলেন। একসময় তাঁকে বিজেপির নগর ইউনিটের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হত, দক্ষিণ মুম্বইয়ে তাঁর যথেষ্ট প্রভাব ছিল। ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে পুরোহিতের টিকিট প্রত্যাখ্যান করা হয়েছিল। প্রাক্তন মন্ত্রী রাজ কে পুরোহিতের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শোকবার্তায় ফড়নবিস জানান, বিজেপির প্রবীণ নেতা এবং আমাদের প্রিয় বন্ধু রাজ পুরোহিতজির মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। তাঁর মৃত্যুতে বিজেপি এবং সমগ্র বন্ধুমহল একজন উদার ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি সর্বদা সাংগঠনিক প্রক্রিয়ায় একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে দাঁড়িয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande