সন্তোষ ট্রফি ফুটবল খেলতে অসমে পৌঁছলো বাংলার দল
কলকাতা, ১৮ জানুয়ারি (হি. স.): রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে ডিব্রুগড় উড়ে গেল ফুটবল কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণ প্রাপ্ত বাংলা দল। বিমান ছাড়তে খানিক বিলম্বর কারণে খেলোয়াড়রা ডিব্রুগড় পৌঁছায় নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পরে। উল্লেখ্য, সন্
ডিব্রুগড় বিমানবন্দরে বাংলার ফুটবল দল


কলকাতা, ১৮ জানুয়ারি (হি. স.): রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে ডিব্রুগড় উড়ে গেল ফুটবল কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণ প্রাপ্ত বাংলা দল। বিমান ছাড়তে খানিক বিলম্বর কারণে খেলোয়াড়রা ডিব্রুগড় পৌঁছায় নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পরে। উল্লেখ্য, সন্তোষ ট্রফির মূল পর্বে খেলবে গতবছরের চ্যাম্পিয়ন বাংলা দল। আই এফ এ সচিব অনির্বাণ দত্ত সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, আগেই ২২ জনের দল ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande