
রোম, ১৮ জানুয়ারি(হি.স.):ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বৈশ্বিক আসরের জন্য শনিবার ১৫ জনের দল ঘোষণা করেছে ইতালি। প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্বকাপে খেলতে যাওয়া দলটিকে নেতৃত্ব দেবেন ওয়েইন ম্যাডসেন।
বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সঙ্গে আছে ইতালি। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিয়ে বৈশ্বিক আসরে অভিযান শুরু করবে তারা।
ইতালির বিশ্বকাপ দল: জাইন আলি, মার্কাস কাম্পোপিয়ানো (কিপার), আলি হাসান, কৃশান কালুগামাগে, ওয়েইন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জান পিয়ে মেডি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাইদ নাকভি, বেনজামিন মানেন্তি, জাসপ্রিত সিং, জেজে স্মাটস, গ্র্যান্ট স্টুয়ার্ট, টমাস ড্রাকা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি