
আমেঠি, ১৮ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার গৌরীগঞ্জ থানা এলাকায় রবিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।
এক পুলিশ আধিকারিক জানান, সুলতানপুর থেকে রায়বেরেলির দিকে যাচ্ছিল একটি বাস। গৌরীগঞ্জ থানার এলাকার একটি পরিত্যক্ত স্টিল কারখানার কাছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি একটি ট্রাককে ওভারটেক করার সময় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বাস ও গাড়ি দু’টিই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। দীর্ঘ প্রচেষ্টায় গাড়ি ও বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে একাধিক অ্যাম্বুলেন্সের সাহায্যে জেলা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করে এবং হাসপাতালে আহতদের খোঁজখবর নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন দীপক সিং (৪৫) এবং গাড়ির চালক ঋতুরাজ যাদব (৩৫)। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে হয়েছে।
আহত চারজন সকলেই বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিধায়ক রাকেশ প্রতাপ সিং জেলা হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য