
ফারুখাবাদ, ১৮ জানুয়ারী (হি.স.): রবিবার সকালে ভিওয়ানি থেকে প্রয়াগরাজগামী কালিন্দি এক্সপ্রেস ট্রেনে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় ফারুখাবাদ রেল স্টেশনে। খবর পাওয়ার পর প্রায় দু’ঘণ্টা ধরে ট্রেনের প্রতিটি কামরায় তল্লাশি অভিযান চালায় পুলিশ, জিআরপি, আরপিএফ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। তবে শেষ পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এদিন রেল সূত্রে জানা গেছে, রবিবার সকালে স্টেশন মাস্টারের অফিসে ফোন করে জানানো হয় যে কালিন্দি এক্সপ্রেসে বোমা রাখা হয়েছে এবং বিস্ফোরণে বহু যাত্রীর মৃত্যু হতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং, সিও সিটি ঐশ্বর্য উপাধ্যায়, কোতোয়ালি থানার প্রধান দর্শন সিং সোলাঙ্কি, আরপিএফ স্টেশন প্রধান ওমপ্রকাশ মীনা এবং জিআরপি স্টেশন প্রধান রিপু দমন সিং সহ একাধিক আধিকারিক ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে স্টেশনে পৌঁছান।
ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে সমস্ত কোচে তল্লাশি চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর কোনও বিপজ্জনক বস্তু না মেলায় স্বস্তি ফেরে যাত্রী ও আধিকারিকদের মধ্যে। এরপর প্রায় দু’ঘণ্টা পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে।
পুলিশ জানিয়েছে, ভুয়ো খবর দেওয়ার অভিযোগে নবাবগঞ্জ থানার এলাকার সিকান্দারপুর নাগলা বিনায়ক গ্রামের বাসিন্দা এক যাত্রী শ্যামু ওরফে সুমোদ কুমার শ্রীবাস্তবকে আটক করা হয়েছে। ঘটনার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য