বরাবাঁকিতে ঘন কুয়াশার জেরে যানবাহনের সংঘর্ষে এক জনের মৃত্যু, আহত আট
বরাবাঁকি, ১৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় ঘন কুয়াশার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আট জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে রামনগর থানার অন্তর্গত জাতীয় সড়কের হরিনারায়ণপুর মোড়ের কাছে দুটি গাড়ি ও একটি বাস
দুর্ঘটনা


বরাবাঁকি, ১৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় ঘন কুয়াশার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আট জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে রামনগর থানার অন্তর্গত জাতীয় সড়কের হরিনারায়ণপুর মোড়ের কাছে দুটি গাড়ি ও একটি বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়ির মধ্যে প্রচণ্ড ধাক্কা লাগে। দুর্ঘটনায় একটি গাড়িতে থাকা দেবেন্দ্র কুমার (৩৮) ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, আরও আট জন গুরুতর আহত হন। বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আঘাত পান।

খবর পেয়ে পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ দীর্ঘ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন মোট আট জন আহতকে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande