মহিলা প্রিমিয়ার লিগ: পয়েন্ট টেবিল আপডেট: স্মৃতির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শীর্ষে
নয়া দিল্লি, ১৮ জানুয়ারি(হি.স.): চতুর্থ জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরও সুদৃঢ় করেছে। শনিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয
মহিলা প্রিমিয়ার লিগ:  পয়েন্ট টেবিল আপডেট: স্মৃতির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শীর্ষে


নয়া দিল্লি, ১৮ জানুয়ারি(হি.স.): চতুর্থ জয়ের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আরও সুদৃঢ় করেছে।

শনিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে আট উইকেটে হারিয়ে আরসিবি চলতি মরসুমে তাদের অপরাজিত থাকার রেকর্ড বজায় রেখেছে।

নতুন অধিনায়ক জেমিমা রদ্রিগেজের নেতৃত্বে তিনবারের রানার্সআপ দিল্লি ক্যাপিটালস, ইতিমধ্যে মরসুমের তৃতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং নিজেকে স্ট্যান্ডিংয়ের তলানিতে খুঁজে পেয়েছে।

নবি মুম্বই লেগের পর মহিলা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল:

**রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ম্যাচ৪,জয়৪, পরাজয়০,নেট রান রেট: +১,৬০০ পয়েন্ট ৮

**মুম্বই ইন্ডিয়ান্স:

ম্যাচ৫,জয়২,পরাজয়৩,নেট রান রেট : +০.১৫১পয়েন্ট৪

**গুজরাট জায়ান্টস:

ম্যাচ৪,জয়২,পরাজয় ২,নেট রান রেট : -০.৩১৯,পয়েন্ট৪

**ইউপি ওয়ারিয়রজ:

ম্যাচ৫,জয়২,পরাজয়৩, নেট রান রেট : -০.৪৮৩, পয়েন্ট ৪

**দিল্লি ক্যাপিটালস:

ম্যাচ৪, জয়১,পরাজয় ৩,নেট রান রেট : -০.৮৫৬,পয়েন্ট ২

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande