দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল
রাবাত, ১৯ জানুয়ারি (হি.স.): ঘটনাবহুল ফাইনালে মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতল সেনেগাল। ফাইনালে মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায় সাদিও মানের দল। রবিবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্
আফ্রিকা কাপ অব নেশন্স: দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল


রাবাত, ১৯ জানুয়ারি (হি.স.): ঘটনাবহুল ফাইনালে মরক্কোকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতল সেনেগাল। ফাইনালে মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারায় সাদিও মানের দল।

রবিবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতেই দর্শনীয় এক গোল করেন পাপা গুইয়ে। সেই গোলেই শিরোপা নিশ্চিত হয় সেনেগালের।

এনিয়ে দ্বিতীয়বার আফ্রিকা কাপ অব নেশন্স জিতল সেনেগাল। ২০২১ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। আর, মরক্কো এই শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande