রিয়াল সোসিয়েদাদের কাছে হারলো বার্সিলোনা
বার্সিলোনা, ১৯ জানুয়ারি (হি.স.): অবশেষে থামালো বার্সিলোনার জয় রথ। টানা ১১ ম্যাচ পর হারের মুখ দেখল হ্যান্সি ফ্লিকের দল। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেল তারা। এই হারে তারা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ১ পয়েন্ট
অবশেষে থামালো  বার্সিলোনার জয়রথ


বার্সিলোনা, ১৯ জানুয়ারি (হি.স.): অবশেষে থামালো বার্সিলোনার জয় রথ। টানা ১১ ম্যাচ পর হারের মুখ দেখল হ্যান্সি ফ্লিকের দল। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরে গেল তারা। এই হারে তারা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র ১ পয়েন্ট বেশি থাকল।

প্রথমার্ধের ২৫ সেকেন্ডেই মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বদলি নেমে সমতা ফেরান বার্সিলোনার মার্কাস র্যাশফোর্ড। কিন্তু পরের মিনিটেই গন্সালো গেদেসের গোল শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

লা লিগায় টানা ৯ আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর হারলো বার্সিলোনা। গত অক্টোবরের ক্লাসিকোর পর এই প্রথম লিগ ম্যাচে হারল কাতালান দলটি। এই আসরে সব মিলিয়ে তাদের তৃতীয় হার এটি।

২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

আর ৬টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ।

ম্যাচে প্রায় ৭৩ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য বার্সিলোনা শট নেয় মোট ২৫টি, যার ৯টি ছিল লক্ষ্যে। আর সোসিয়েদাদের ৭ শটের ৬টি লক্ষ্যে ছিল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande