
কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.) : ইন্দোরে রবিবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে কিউইরা জয় পেল ৪১ রানে। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে ৩৩৭ রানের পুঁজি গড়ে তারা।
৩৩৮ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে গেল ২৯৬ রানে। ২-১ ব্যবধানে সিরিজ হারলেন শুভমান গিল। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম (১২৪) ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হল।
ভারতের মাটিতে এর আগে সাতটি ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই হেরে ছিল নিউজিল্যান্ড। এবার ২-১ ব্যবধানের জয়ে তারা ইতিহাস রচনা করল।
২০২৪ সালে ভারতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। দুই বছর পর একই স্বাদ পেল তারা ওয়ানডে সংস্করণে।
স্কোর বোর্ড: নিউজিল্যান্ড: ৩৩৭/৮ (মিচেল ১৩৭, ফিলিপস ১০৬, অর্শদীপ ৬৩/৩)
ভারত: ২৯৬/১০ (কোহলি ১২৪, নীতীশ ৫৩, কৃষ ক্লার্ক ৫৪/৩)
৪১ রানে পরাজিত ভারত।
নিউজিল্যান্ড সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি