সপ্তাহের শুরুতেই ধস শেয়ার বাজারে
মুম্বই, ১৯ জানুয়ারি (হি. স.): সপ্তাহের প্রথম কাজের দিনেই ধাক্কা খেল দেশীয় শেয়ার বাজার। সোমবার সারাদিন চরম অস্থিরতার পর পতনের সঙ্গেই বন্ধ হল বাজার। সূচক ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও বিক্রেতাদের প্রবল চাপে এদিন সেনসেক্স এবং নিফটি— দুই সূচকই লাল সং
শেয়ার বাজার


মুম্বই, ১৯ জানুয়ারি (হি. স.): সপ্তাহের প্রথম কাজের দিনেই ধাক্কা খেল দেশীয় শেয়ার বাজার। সোমবার সারাদিন চরম অস্থিরতার পর পতনের সঙ্গেই বন্ধ হল বাজার। সূচক ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও বিক্রেতাদের প্রবল চাপে এদিন সেনসেক্স এবং নিফটি— দুই সূচকই লাল সংকেতে শেষ হয়েছে। দিন শেষে সেনসেক্স ০.৩৯ শতাংশ এবং নিফটি ০.৪২ শতাংশ কমেছে।

​এদিন মূলত তেল ও গ্যাস, রিয়েলটি এবং ব্যাংকিং ক্ষেত্রের শেয়ারে ব্যাপক বিক্রির চাপ লক্ষ্য করা গেছে। একইভাবে আইটি, মেটাল, হেলথকেয়ার এবং টেক ইনডেক্সও পতনের মুখ দেখেছে। তবে বিপরীত মেরুতে দাঁড়িয়ে অটোমোবাইল, এফএমসিজি এবং ক্যাপিটাল গুডস খাতের শেয়ারে কিছুটা কেনাকাটা চলেছে।

বড় বাজারের পাশাপাশি এদিন বিএসই-র মিডক্যাপ সূচক ০.৪৩ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ১.২৮ শতাংশ হ্রাস পেয়েছে।

​শেয়ার বাজারের এই ঝিমুনির জেরে লগ্নিকারীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, সোমবার একদিনেই বিনিয়োগকারীদের সম্পদ ২.৫২ লক্ষ কোটি টাকারও বেশি কমেছে। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন গত শুক্রবারের ৪৬৭.৮৪ লক্ষ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪৬৫.৩২ লক্ষ কোটি টাকায়।

​বিএসই-র সেনসেক্স এদিন ৭৫.৮৬ পয়েন্ট কমে ৮৩,৪৯৪.৪৯ সূচকে খোলে। লেনদেন চলাকালীন একবার সূচকটি ৮৩,৫৩৯-এ উঠলেও বিক্রির চাপে তা ৬৭২ পয়েন্ট পর্যন্ত পড়ে যায়। শেষ পর্যন্ত ৩২৪.১৭ পয়েন্ট খুইয়ে ৮৩,২৪৬.১৮ স্তরে থিতু হয় সেনসেক্স। অন্যদিকে, এনএসই-র নিফটিও ১০৮.৮৫ পয়েন্ট কমে ২৫,৫৮৫.৫০ সূচকে বন্ধ হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande