
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : রবিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ২০২৫-২৬ মরসুমের বাণিজ্যিক অংশীদারের জন্য একটি দরপত্র আহ্বান করেছে।
৩৯ পৃষ্ঠার একটি নথি, প্রস্তাবের অনুরোধ (আর এফপি), সম্ভাব্য দরদাতাদের জন্য মানদণ্ড এবং তাদের দরপত্র মূল্যায়নের তারিখগুলি বর্ণনা করেছে।
১৪ ফেব্রুয়ারি থেকে সিঙ্গেল-লেগ হোম-এন্ড-অ্যাওয়ে ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া লিগ শুরুর মাত্র এক মাস আগে টেন্ডারটি আসে। ফেডারেশন সম্ভাব্য দরদাতাদের জন্য ২৩ জানুয়ারি একটি প্রাক-বিড সভার সময় নির্ধারণ করেছে, যেখানে লিখিত ব্যাখ্যা ২৭ জানুয়ারি পর্যন্ত এআইএফএফ-এর কাছে পাঠানো যাবে।
দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি (বিকাল ৫ টা ভারতীয় সময়), এবং আগ্রহী অংশীদারদের তাদের দরপত্রের সাথে ৫ লক্ষ টাকার নিরাপত্তা বাবদ অর্থ জমা দিতে হবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি