আফ্রিকা কাপ অব নেশন্স: গ্যাবন সরকারের ক্রীড়া মন্ত্রী জাতীয় দলের ওপর স্থগিতাদেশ দিয়েছে
মরোক্কো, ২ জানুয়ারি (হি.স.) : আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্ব থেকে গ্যাবনের বিদায়ের পর বিরল সিদ্ধান্ত নিয়েছে গ্যাবন সরকার। গোটা কোচিং স্টাফ ও দুই খেলোয়াড়কে বহিষ্কার করার পাশাপাশি জাতীয় দলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন বৃহস্পতিবার দেশটির ক্রীড়ামন্ত্
আফ্রিকা কাপ অব নেশন্স:  গ্যাবন সরকারের ক্রীড়া মন্ত্রী জাতীয় দলের ওপর স্থগিতাদেশ দিয়েছে


মরোক্কো, ২ জানুয়ারি (হি.স.) : আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্ব থেকে গ্যাবনের বিদায়ের পর বিরল সিদ্ধান্ত নিয়েছে গ্যাবন সরকার। গোটা কোচিং স্টাফ ও দুই খেলোয়াড়কে বহিষ্কার করার পাশাপাশি জাতীয় দলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন বৃহস্পতিবার দেশটির ক্রীড়ামন্ত্রী।

মরক্কোয় চলমান আসরে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে ৩-২ গোলে হারে গ্যাবন। পরে টেলিভিশনে জাতীয় দলের ওপর স্থগিতাদেশের ঘোষণা দেন ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিম্পলাইস-দিজিরে মাম্বোলা।

“আফ্রিকা কাপ অব নেশন্সে প্যান্থার্সের, যেটা গ্যাবন জাতীয় দলের ডাক নাম, বিব্রতকর পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে কোচিং স্টাফ ভেঙে দেওয়ার, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় দলকে স্থগিতাদেশ এবং খেলোয়াড় ব্রুনো ইকুয়েল মাঙ্গা ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

মহাদেশ সেরার প্রতিযোগিতায় এবার ‘এফ’ গ্রুপে প্রথম দুই রাউন্ডে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর শেষ ম্যাচে কোত দি ভোয়া বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর, তিন গোল হজম করে হেরে যায় গ্যাবন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande