
লিভারপুল, ২ জানুয়ারি (হি.স.) : দুর্বল লিডস ইউনাইটেডের বিপক্ষে বছরের প্রথম দিনই আবারও পথহারাল আর্না স্লটের দল লিভারপুল।
অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ের পর হোঁচট খেল লিভারপুল।
১৯ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। আর শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা।
আর এই নিয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত রইল লিডস। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে আছে দলটি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি