স্পেন কোচের চোখে, ব্রাজিল-আর্জেন্টিনার মতো মরক্কোও বিশ্বকাপের ফেভারিট
বার্সিলোনা, ২ জানুয়ারি (হি.স.) : ২০২৬ বিশ্বকাপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ইউরো জয়ী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দেড় দশকের(২০১০)বেশি সময়। দীর্ঘ সেই অপেক্ষার অবসান এবার ঘটাতে দৃঢ়প
স্পেন কোচের চোখে, ব্রাজিল-আর্জেন্টিনার মতো মরক্কোও বিশ্বকাপের ফেভারিট


বার্সিলোনা, ২ জানুয়ারি (হি.স.) : ২০২৬ বিশ্বকাপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ইউরো জয়ী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্পেনের একমাত্র বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দেড় দশকের(২০১০)বেশি সময়। দীর্ঘ সেই অপেক্ষার অবসান এবার ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, বিশ্ব সেরার মুকুট পুনরুদ্ধারে সবটা উজাড় করে দিতে প্রস্তুত তার দল।

সেই সঙ্গে তিনি বলেছেন, হ্যাঁ, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। কিন্তু আরও কিছু দল আছে, যারা ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, অথবা মরক্কোর মতো শীর্ষ দলগুলোর কেউই পিছিয়ে থাকবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande