
মুম্বই, ২ জানুয়ারি (হি. স.): নতুন বছর শুরু হতেই বলিউডে প্রেমের গুঞ্জন সত্যি করে দিলেন অভিনেত্রী কীর্তি কুলহারি। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সহ-অভিনেতা রাজীব সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় রাজীবের সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেই নতুন প্রেমের অধ্যায়ে সিলমোহর দিলেন কীর্তি।
ভিডিওর সঙ্গে কীর্তির ক্যাপশন— “একটি ছবি হাজার শব্দের সমান… হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ২০২৬”— যেন সব কথাই বলে দিল। পোস্ট সামনে আসতেই অনুরাগীরা চমকে যান, আবার খুশিতেও ভাসেন। কারণ নভেম্বর ২০২৫ থেকেই দু’জনের ডেটিং নিয়ে বলিপাড়ায় কানাঘুষো চলছিল।
এর আগে অভিনেতা সাহিল সেগলের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন কীর্তি। সেই কঠিন সময়ের পর আবার জীবনে ভালোবাসা ফিরে আসায় অনুরাগীরাও তাঁর এই নতুন শুরুতে পাশে দাঁড়িয়েছেন। রাজীব–কীর্তির এই নতুন জুটিকে ঘিরে এখন বলিউডে একটাই প্রশ্ন— এ কি শুধু প্রেম, নাকি সামনে রয়েছে আরও বড় চমক? নতুন বছরে কীর্তির জীবনে যে প্রেমের আলো ফিরেছে, তা নিঃসন্দেহে তাঁর ভক্তদের জন্য এক সুখবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য