ময়নাগুড়ির পুরাতন বাজারে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক দোকান
জলপাইগুড়ি, ২ জানুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! শুক্রবার ভোরের এই অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও ধরনের হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। একাধিক দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির
ময়নাগুড়ির পুরাতন বাজারে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক দোকান


জলপাইগুড়ি, ২ জানুয়ারি (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! শুক্রবার ভোরের এই অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও ধরনের হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। একাধিক দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ময়নাগুড়ি পুলিশ এবং স্থানীয় দমকল বিভাগে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও কিছুটা সময় লাগছে, কারণ বাজারটি একদম ঘনবসতিপূর্ণ এবং দোকানগুলো প্রাচীন কাঠের তৈরি, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande