‘ওহ মাই গড ৩’-এ অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার বড় পর্দায় রানি মুখার্জি
মুম্বাই, ২ জানুয়ারি (হি. স.): অক্ষয় কুমার ও রানি মুখার্জির অনুরাগীদের জন্য বড় সুখবর। প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই সুপারস্টারকে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওহ মাই গড ৩’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হচ্ছেন রানি মুখার্জি, যা ইতিমধ্যেই
‘ওহ মাই গড ৩’-এ অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার বড় পর্দায় রানি মুখার্জি


মুম্বাই, ২ জানুয়ারি (হি. স.): অক্ষয় কুমার ও রানি মুখার্জির অনুরাগীদের জন্য বড় সুখবর। প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই সুপারস্টারকে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওহ মাই গড ৩’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হচ্ছেন রানি মুখার্জি, যা ইতিমধ্যেই ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

শুক্রবার জানা গেছে, রানি মুখার্জি আনুষ্ঠানিকভাবে ছবির কাস্টে যোগ দিয়েছেন। সমাজ ও বিশ্বাসভিত্তিক বিষয়কে ভিন্ন ধারায় উপস্থাপন করা ‘ওহ মাই গড’ সিরিজ অক্ষয় কুমারের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। রানি মুখার্জির সংযোজন ছবির গল্পে নতুন আবেগ ও গভীরতা আনবে বলেই মনে করা হচ্ছে।

অক্ষয়-রানির এই প্রথম জুটি শুধু অনুরাগীদের কাছেই নয়, বক্স অফিসেও বড় চমক হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande