ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন সোয়ার্ড মারিজনে
নয়াদিল্লি, ২ জানুয়ারি(হি.স.): ২০২১ সালে টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলকে ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দেওয়া সোয়ার্ড মারিজনে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী অলিম্পিক গেমসের আগে আবার দায়িত্বে ফিরে এসেছেন। ৫১
ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন সোয়ার্ড মারিজনে


নয়াদিল্লি, ২ জানুয়ারি(হি.স.): ২০২১ সালে টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলকে ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দেওয়া সোয়ার্ড মারিজনে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী অলিম্পিক গেমসের আগে আবার দায়িত্বে ফিরে এসেছেন।

৫১ বছর বয়সী ডাচম্যান মারিজনে এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দলের প্রধান কোচ ছিলেন। তার দায়িত্ব পালনকালে, দলটি এফআইএইচ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ স্থান করে নেয়।

হরেন্দ্র সিংয়ের পদত্যাগের এক মাস পর মারিজনেকে নিয়োগ দেওয়া হলো। শুক্রবার তিনি বলেছেন, ফিরে আসাটা দারুণ। সাড়ে চার বছর পর, আমি নতুন উদ্যম এবং দলের বৃদ্ধিকে সমর্থন করার এবং বিশ্ব মঞ্চে খেলোয়াড়দের পূর্ণ সম্ভাবনা অর্জনে সহায়তা করার স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে আসছি।

প্রধান কোচ হিসেবে মারিজনের প্রথম বড় চ্যালেঞ্জ হবে ৮ থেকে ১৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিতব্য এফ আইএইচ হকি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব। মারিজন ১৪ জানুয়ারি ভারতে পৌঁছাবেন এবং জাতীয় কোচিং ক্যাম্প ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে সাই-তে শুরু হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande