
কলকাতা, ২ জানুয়ারি (হি.স.) : শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে নীতা এফএ-র বিপক্ষে ৫-০ গোলে বিশাল জয়ের মাধ্যমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এফসি ইন্ডিয়ান উইমেন্স লিগ ২০২৫-২৬-এ শীর্ষস্থানে উঠে এসেছে।
এটি ছিল শীর্ষস্থানীয়দের মধ্যে একটি লড়াই যা কার্যত একতরফা প্রমাণিত হয়েছিল। ইস্টবেঙ্গলের পরিচিত স্কোরার সুলাঞ্জনা রাউল এবং সৌম্য গুগুলোথ প্রথমার্ধে গোল করেন। দ্বিতীয়ার্ধে উগান্ডার রেস্টি নানজিরি এবং ফাজিলা ইকওয়াপুট ও প্রিয়ংকা দেবী নাওরেম গোল করে দলকে ৫-০ গোলে বিজয়ী করেন।
চারটির মধ্যে চারটি জয় নিয়ে, ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল। শুক্রবার সেসার বিপক্ষে ৫-০ গোলে সমান ব্যবধানে জয়ী সেতু এফসি পাঁচটি খেলায় ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নিতা এফএ-রও ১০ পয়েন্ট রয়েছে এবং গোল পার্থক্যে সেতুর চেয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি