দক্ষিণবঙ্গে জমজমাট ঠান্ডা, দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস
কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজায় রয়েছে শীতের আমেজ। ঠান্ডায় কাঁপছে ক্যানিং থেকে কাকদ্বীপ, আসানসোল থেকে কোন্নগর। আবার দার্জিলিং-এ হতে পারে তুষারপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিত
ফের নামবে তাপমাত্রা, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ


কলকাতা, ২ জানুয়ারি (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজায় রয়েছে শীতের আমেজ। ঠান্ডায় কাঁপছে ক্যানিং থেকে কাকদ্বীপ, আসানসোল থেকে কোন্নগর। আবার দার্জিলিং-এ হতে পারে তুষারপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিন কুয়াশার দেখা মিলতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে এর পরের কয়েকটি দিন ধীরে ধীরে কমতে পারে শীত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে। থাকবে কুয়াশাও। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande