মহিলা অনূর্ধ্ব - ১৫, বাংলা ১০ উইকেটে বিহারকে হারিয়েছে
ত্রিবান্দ্রম, ২ জানুয়ারি (হি. স.) : ১০ উইকেটে বিহারকে চূর্ণ করে অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি খেতাব দখলে রাখার অভিযানে আধিপত্য শুরু বাংলার মেয়েদের। ভারতীয় ক্রিকেট মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি এলিট খেতাব দখলে রাখার অভিযানে দারুণভাবে যাত্রা
ত্রিবান্দ্রমে মহিলা অনূর্ধ্ব - ১৫ জয়ী বাংলা দল


ত্রিবান্দ্রম, ২ জানুয়ারি (হি. স.) : ১০ উইকেটে বিহারকে চূর্ণ করে অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি খেতাব দখলে রাখার অভিযানে আধিপত্য শুরু বাংলার মেয়েদের। ভারতীয় ক্রিকেট

মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি এলিট খেতাব দখলে রাখার অভিযানে দারুণভাবে যাত্রা শুরু করল বাংলা। এদিন ত্রিবান্দ্রমের সেন্ট জেভিয়ার্স কেসিএ ক্রিকেট মাঠে বিহারকে ১০ উইকেটে চূর্ণ করে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। বিহার ৩০.১ ওভারে মাত্র ৫৩ রানে অল আউট হয়ে যায়। তেজস্বিনী করে সর্বাধিক ২৩ রান। স্নিগ্ধা বাগ ও অরিক্তা মান্না ৩টি করে এবং রেমন্ডিনা খাতুন ও সালমা খাতুন ১টি করে উইকেট নেয়। এর জবাবে শুক্রবার বাংলা কোনও উইকেট না হারিয়ে ৬.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয়। শাইলা সেনাপতি ২৩ বলে ৩৪ রান ও স্নেহা মাহাত ১৮ বলে ১৬ রানে অপরাজিত। উল্লেখ্য, আগামী রবিবার অর্থাৎ ৪ জানুয়ারি বাংলা দলের পরবর্তী খেলা মহারাষ্ট্রের বিরুদ্ধেই রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande