ইছাপুরে ভাইপোর হাতে খুন কাকা
উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি (হি. স.) : ভাইপোর হাতে খুন হলেন কাকা। নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর গোয়ালাপাড়া গুরদোয়ারা এলাকায় পারিবারিক বিবাদের জেরেই কাকাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, নিজের কাকা কানাই প্রামাণিককে বেধড়ক মারধর করে খ
ইছাপুরে ভাইপোর হাতে খুন কাকা


উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি (হি. স.) : ভাইপোর হাতে খুন হলেন কাকা। নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর গোয়ালাপাড়া গুরদোয়ারা এলাকায় পারিবারিক বিবাদের জেরেই কাকাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, নিজের কাকা কানাই প্রামাণিককে বেধড়ক মারধর করে খুন করেছে ভাইপো জয় ওরফে সৈকত প্রামাণিক।

অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কানাই প্রামাণিকের উপর আচমকাই চড়াও হয় অভিযুক্ত জয়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কানাই প্রামাণিক।

পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসা চলাকালীন মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। অভিযোগ, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে অভিযুক্ত। পরিবারের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই বাড়িতে এসে অত্যাচার চালাত জয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande