
সর্বস্তরের মানুষের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান মহিলারির
কোকরাঝাড় (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : কোকরাঝাড়ে সৃষ্ট অশান্তির পেছনে তৃতীয় শক্তির হাত রয়েছে, স্পষ্ট বলেছেন ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল’ (বিটিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) তথা ‘বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট’ (বিপিএফ)-এর সৰ্বেসৰ্বা হাগ্ৰামা মহিলারি।
কোকরাঝাড়ে সংঘটিত হত্যাকাণ্ড এবং পরবর্তীতে সংহিংস ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন হাগ্ৰামা মহিলারি। তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বিটিসি-প্রধান মহিলারি বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছু তৃতীয় শক্তি এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আরও জটিল করে তোলার চেষ্টা করছে। তবে এমন কোনও প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানান হাগ্রামা মহিলারি। পরিস্থিতির অবনতি থেকে রক্ষা করতে সকলের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দিয়েছেন তিনি। সাধারণ মানুষকে গুজব ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন হাগ্রামা।
আইনশৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে প্রশাসনকে প্ৰয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। পাশাপাশি শান্তিভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতেও বলেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস