
নয়া দিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় সিনিয়র মহিলা দলের কোচ হিসেবে মঙ্গলবার অ্যামেলিয়া ভালভার্দেকে নিযুক্ত করেছে।
৩৯ বছর বয়সী ভালভার্দে, যিনি কোস্টারিকার বাসিন্দা , তুরস্কের আন্টালিয়ায় ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন, যেখানে ব্লু টাইগ্রেসরা মার্চ মাসে নির্ধারিত এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর জন্য প্রস্তুতি নিচ্ছে।
তিনি কোচ ক্রিস্পিন ছেত্রীসহ একটি ব্যাকরুম স্টাফে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যিনি ভারতীয় দলকে ঐতিহাসিক যোগ্যতা অর্জনের অভিযানের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে দলটি প্রথমবারের মতো যোগ্যতার ভিত্তিতে মহাদেশীয় টুর্নামেন্টে এগিয়ে গিয়েছিল।
অ্যামেলিয়া ভালভার্দে
২০১১ সালে কোচিং কেরিয়ার শুরু করা একজন প্রাক্তন খেলোয়াড়, ভালভার্দে কোস্টারিকান মহিলা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী কোচ ছিলেন, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত লাস টিকাসের নেতৃত্ব দিয়েছিলেন। তার তত্ত্বাবধানে, কোস্টারিকা ২০১৫ এবং ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি