
নুহ, ২০ জানুয়ারি (হি.স.): সোমবার রাতে দিল্লি-মুম্বই জাতীয় সড়কে একটি বাস উল্টে ১৬ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি দিল্লি থেকে ভিলওয়ারা যাচ্ছিল। মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান,দুর্ঘটনা ঘটে ভাঙ্কাদোজি গ্রামের কাছে। ড্রাইভারের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
ঘটনা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার উদ্ধার কাজ শুরু করেন। আহতদের নুহ জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু’জন যাত্রীকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য