বিডিও পদ থেকে অপসারিত স্বর্ণ–ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন
জলপাইগুড়ি, ২০ জানুয়ারি (হি. স.) : দত্তাবাদের স্বর্ণ–ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে
বিডিও পদ থেকে অপসারিত স্বর্ণ–ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন


জলপাইগুড়ি, ২০ জানুয়ারি (হি. স.) : দত্তাবাদের স্বর্ণ–ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যে রাজগঞ্জের বিডিও পদে এল পরিবর্তন। এই পদ থেকে সরানো হলো প্রশান্ত বর্মনকে।

তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। কিন্তু সেই আবেদনে সাড়া না দিয়ে ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। এ দিকে কলকাতা হাইকোর্ট আগাম জামিনের আর্জি খারিজ করার পর থেকেই ‘নিখোঁজ’ হন প্রশান্ত বর্মন।

বিডিও প্রশান্তবাবুর দায়িত্ব দেওয়া হলো রাজগঞ্জের যুগ্ম বিডিও-র দায়িত্বে থাকা সৌরভকান্তি মণ্ডলকে। বিডিও পদের দায়িত্ব পাওয়ার পরে সৌরভকান্তি মণ্ডল বলেন, ‘বেশ কিছু কাজ থমকে ছিল। সেগুলি শুরু করা আমার কাছে প্রথম কাজ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande