
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): এসআইআর নিয়ে হতাশ হওয়ার কারণ নেই, জনসাধারণের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার অগ্নিমিত্রা পাল বলেন, এসআইআর প্রক্রিয়া চলছে। এটা নিয়ে এত বিচলিত হওয়ার কোনও কারণ নেই। আমাদের আশি বছর বয়সী মা-বাবাকে ডাকা হয়েছিল। এতে আমাদের খারাপ লাগেনি। এখন এই শুদ্ধিকরণ হচ্ছে। যারা আমাদের দেশের নাগরিক নন তাদের থাকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী, আপনি যত খুশি নথি সরবরাহ করতে পারেন, আপনি যত খুশি মৃত, স্থানান্তরিত, দ্বিগুণ বা ডুপ্লিকেট ভোটার ব্যবহার করতে পারেন, এসবা কাজ করবে না। এটি কোনও দলের সমস্যা নয়। যদি আপনার নথিতে কোনও অমিল থাকে, নামের বানান ভুল থাকে, বা কোনও অসঙ্গতি থাকে, তাহলে আপনাকে যেতে হবে। গতকাল সুপ্রিম কোর্টও বলেছে, যে নামগুলি মুছে ফেলা হয়েছে, সেগুলি মুছে ফেলার কারণও দিতে হবে। এর চেয়ে ন্যায্য, স্পষ্ট বা সৎ আর কিছু হতে পারে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ