নবনির্বাচিত সৰ্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে অভিনন্দন অসম বিজেপির
গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সৰ্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে অভিনন্দন জানিয়েছে অসম প্রদেশ বিজেপি। এক অভিনন্দন বার্তায় অসম প্ৰদেশ বিজেপির অন্যতম মুখপাত্র কল্যাণ গগৈ বলেন, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নির্বাচনের জাত
বিজেপির নবনির্বাচিত সৰ্বভারতীয় সভাপতি নীতিন নবীন


গুয়াহাটি, ২০ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সৰ্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে অভিনন্দন জানিয়েছে অসম প্রদেশ বিজেপি।

এক অভিনন্দন বার্তায় অসম প্ৰদেশ বিজেপির অন্যতম মুখপাত্র কল্যাণ গগৈ বলেন, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নির্বাচনের জাতীয় রিটার্নিং অফিসার ড. কে লক্ষ্মণ আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে বিদলীয় নেতা নীতিন নবীনের নাম ঘোষণা করেছেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই সাংগঠনিক নির্বাচনে বিজেপির ৩৭টি সাংগঠনিক রাজ্যের মধ্যে ৩৩টি রাজ্য বিজেপি ইউনিট নীতিন নবীনের প্রতি সমর্থন জানিয়েছে। দলের শীর্ষ নেতা অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডা তাঁর প্রার্থিত্বের সমর্থন করেছেন।

মুখপাত্র কল্যাণ গগৈ জানান, মনোনয়নপত্র দাখিলের সময় দলের অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, পবিত্র মার্ঘেরিটা সহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য এবং অসম প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া নীতিন নবীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

১৯৮০ সালে রাঁচিতে জন্মগ্রহণকারী নীতিন নবীন বিহারে নীতীশ কুমার নেতৃত্বাধীন বিজেপি-জনতা দল (ইউনাইটেড) জোট সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি টানা পাঁচবার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিনের তৃণমূলভিত্তিক সাংগঠনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ নীতিন নবীনের দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব আগামী দিনে সারা ভারতজুড়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও সুসংহত করবে, বিজ্ঞপ্তিতে বলেছেন প্রদেশ মুখপাত্র কল্যাণ গগৈ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande