
সিডনি, ২০ জানুয়ারি (হি.স.) : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সমস্যায় পড়ল অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক প্যাট কামিন্স টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি।
পিঠের লাম্বার বোন স্ট্রেস আঘাতে ভুগছেন কামিন্স। ফাস্ট বোলিংয়ের অতিরিক্ত চাপের কারণে মেরুদণ্ডে সৃষ্ট ক্ষুদ্র ফাটল থেকেই এই আঘাতের সূত্রপাত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সম্প্রতি অ্যাশেজ সিরিজের আগেই চোটে পড়ে পাঁচ টেস্টের মধ্যে চারটিতে মাঠের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসন শেষে অ্যাডিলেডে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তন করলেও এক ম্যাচের বেশি খেলতে পারেননি। শেষ দুই টেস্টে আবারও তাকে বিশ্রামে রাখা হয়।
প্রধান নির্বাচক জর্জ বেইলি সোমবার বলেছেন, 'প্যাটের অবস্থা অন্যদের থেকে আলাদা। সে সম্ভবত টুর্নামেন্টের তৃতীয় বা চতুর্থ ম্যাচের সময় দলে যোগ দেবে। আমরা তাকে সর্বোচ্চ সময় দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই।'
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি