
ভোপাল, ২০ জানুয়ারি (হি.স.): বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে পৌঁছেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। বুধবার তিনি পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন। সেখানে মধ্যপ্রদেশ রাজ্যের ঐতিহ্য, প্রাকৃতিক সম্পদ ও পর্যটন পরিকাঠামোকে সামনে রেখে বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে মধ্যপ্রদেশের সম্ভাবনা তুলে ধরা হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “উন্নয়নও, ঐতিহ্যও” ভাবনাকে সামনে রেখে মধ্যপ্রদেশ পর্যটনকে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যম হিসেবে গড়ে তুলেছে। এর ফলেই সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যে ১৩ কোটির বেশি পর্যটকের আগমন ঘটেছে। মহাকালেশ্বর মন্দির, খজুরাহো, সাঁচী, ওরছা, মহেশ্বর, অমরকণ্টক ও চিত্রকূট আজ দেশ-বিদেশের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ।
তিনি জানান, নতুন পর্যটন নীতি ও ফিল্ম ট্যুরিজম নীতির মাধ্যমে রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি গ্রামীণ পর্যটনকে জোরদার করতে হোমস্টে প্রকল্প, উন্নত বিমান ও হেলিকপ্টার পরিষেবাও চালু হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, একাধিক জাতীয় পুরস্কার, ইউনেস্কোর স্বীকৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্য মধ্যপ্রদেশকে আজ আন্তর্জাতিক পর্যটন ও বিনিয়োগের জন্য এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য