
হুগলি, ২০ জানুয়ারি (হি. স.) : এই মাসের শেষেই সিঙ্গুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী সিঙ্গুরে একটি জনসভা করবেন। এই সভা থেকে যেমন রাজনৈতিক বার্তা দেওয়া হবে, তেমনই সরকারি মঞ্চ থেকে ‘বাংলার বাড়ি’ (আবাস যোজনা) প্রকল্পের কিস্তির টাকাও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই সফরের খবর ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে প্রস্তুতি তুঙ্গে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী কোনও বড় ঘোষণা করতে পারেন।
উল্লেখ্য, গত রবিবার সিঙ্গুরে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই সভার ঠিক পরেই মমতার এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা সিঙ্গুরে ৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করেছে। এর জন্য ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে এবং কাজও শুরু হওয়ার কথা রয়েছে। একদিকে বাংলার আবাস যোজনার কিস্তি বিলি এবং অন্যদিকে প্রস্তাবিত শিল্প প্রকল্প— এই দুই ইস্যুতেই মুখ্যমন্ত্রী সিঙ্গুরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি