
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): উদ্ভাবন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে মঙ্গলবার কলকাতার জোকায় ডিজিটালি সক্ষম নতুন ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ বা অভিজ্ঞতা কেন্দ্র চালু করল জেএসডব্লিউ স্টিল। ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বৈচিত্র্যপূর্ণ জেএসডব্লিউ গ্রুপের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—গ্রাহক ও অংশীদারদের সামনে স্টিলের বহুমুখী ব্যবহার, সম্ভাবনা এবং প্রযুক্তিগত উৎকর্ষকে ডিজিটাল মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরা।
অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই অভিজ্ঞতা কেন্দ্রটিতে রয়েছে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, ডিজিটাল কিয়স্ক ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের ব্যবস্থা। ওএইএম গ্রাহক, এমএসএমই সংস্থা এবং পরিকাঠামো উন্নয়নকারীরা এখানে জেএসডব্লিউ স্টিলের বিভিন্ন পণ্য ও তাদের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। এলইডি স্ক্রিনে সাজানো ‘প্রডাক্ট ওয়াল’-এ হট রোল্ড, কোল্ড রোল্ড, কোটেড স্টিল থেকে শুরু করে টিএমটি ও বিশেষ অ্যালয় স্টিলের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।
সেন্টারের অন্যতম আকর্ষণ হলো ‘লিগ্যাসি ওয়াল’, যেখানে জেএসডব্লিউ স্টিলের দীর্ঘ যাত্রা ও সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি, কোম্পানির মূল পাঁচটি আদর্শ বা মূল্যবোধকেও আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে।
এদিন জোকায় এই সেন্টারের উদ্বোধন করেন জেএসডব্লিউ স্টিলের শীর্ষ আধিকারিকরা। সংস্থার দাবি, এই এক্সপেরিয়েন্স সেন্টার স্টিল শিল্পে গ্রাহক সংযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত