ভারতের স্বাধীনতা বিপ্লবের হারিয়ে যাওয়া ইতিহাস— পরিবারগুলির নিজস্ব বর্ণনায়
মৌসুমী সেনগুপ্ত কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : ভারতের ইতিহাসে এই প্রথম, ভারতের স্বাধীনতা বিপ্লবের সঙ্গে যুক্ত বিপ্লবীদের—বিশেষত সশস্ত্র বিপ্লবের অগ্রদূতদের পরিবারগুলি— কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে একটি স্টল করছে। ‘অনজানে আজ়াদি’ সং
কলকাতা আন্তর্জাতিক বইমেলা


মৌসুমী সেনগুপ্ত

কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : ভারতের ইতিহাসে এই প্রথম, ভারতের স্বাধীনতা বিপ্লবের সঙ্গে যুক্ত বিপ্লবীদের—বিশেষত সশস্ত্র বিপ্লবের অগ্রদূতদের পরিবারগুলি— কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে একটি স্টল করছে।

‘অনজানে আজ়াদি’ সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিপ্লবী পরিবারগুলির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন—যাঁদের স্মৃতি, নথি ও ইতিহাস দীর্ঘদিন ধরে উপেক্ষিত বা ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। এ কথা জানিয়ে উদ্যোক্তাদের তরফে কৌশিক দত্তগুপ্ত জানান, “মূল লক্ষ্য ১৯০২ থেকে ১৯৪২ সালের বিপ্লবী যুগের বিকৃত ও অবহেলিত ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরা, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অপরিহার্য অধ্যায়।”

এই স্টলে গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রী, প্রতিষ্ঠান, পেশাজীবী ও ইতিহাসপ্রেমীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে তাঁরা বিপ্লবীদের উত্তরাধিকারীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। পরিচিত হতে পারবেন মূল্যবান, দুর্লভ আর্কাইভাল তথ্যের সঙ্গে।

কৌশিকবাবু জানান, “সংগঠনে মূল আদর্শ হল আগামী প্রজন্মকে তাদের অতীত, সংস্কৃতি ও বিপ্লবী চেতনায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি, এই উদ্যোগ দেশজুড়ে শিক্ষাব্যবস্থায় এই অবহেলিত বিপ্লবী যুগ ও তার পথিকৃৎদের সুসংগঠিতভাবে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানাচ্ছে।”

পৃথক স্টলটি হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে গেট নম্বর ৬ ও ৭-এর নিকটবর্তী ৪৫৫এ স্টল নম্বর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande