হাফলঙে ‘আসাম মালা’র দুই লেন সড়ক : গৌহাটি হাইকোর্টের অন্তর্বতীকালীন নির্দেশ
হাফলং (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ‘আসাম মালা’র অধীনে দুই লেন সড়ক নির্মাণ করতে গিয়ে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই সব জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে নির্মাণকাজ বন্ধ রাখতে হবে বলে গৌহাটি হাইকোর্ট এক অ
হাফলঙে ‘আসাম মালা’র দুই লেন সড়ক : গৌহাটি হাইকোর্টের অন্তর্বতীকালীন নির্দেশ


হাফলং (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ‘আসাম মালা’র অধীনে দুই লেন সড়ক নির্মাণ করতে গিয়ে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই সব জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে নির্মাণকাজ বন্ধ রাখতে হবে বলে গৌহাটি হাইকোর্ট এক অন্তর্বতীকালীন নির্দেশ জারি করেছে।

গৌহাটি হাইকোর্টের আইনজীবী ভাস্কর বরুয়া জানিয়েছেনস এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বরাদ্দ অর্থে হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ৯০ কিলোমিটার অংশ ‘আসাম মালা’র অধীনে দুই লেন সড়ক নির্মাণ করতে যে সকল গ্রামবাসীর জমি, বাড়ি-ঘর, বাগান অধিগ্রহণ করা হয়েছে, সেই সকল ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ইন্টারিম অর্ডার দিয়েছে গৌহাটি হাইকোর্ট।

আইনজীবী বলেন, অসম সরকারের নির্দেশে ২০২১ সালের ২০ ডিসেম্বর পূর্ত বিভাগ ডিস্ট্রিক্ট লেভেল ল্যান্ড পার্চেজ কমিটি গঠন করে দিয়েছিল। কমিটি গঠন করা হয়েছিল ‘আসাম মালা’ প্রকল্পে যাঁদের জমি, বাগান, বাড়িঘর সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা হবে তার জরিপ করে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু ‘আসাম মালা’র অধীনে হাফলং তিনআলি থেকে লোয়ার হাফলং পর্যন্ত ৯০ কিলোমিটার অংশের গ্রামবাসীরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ না পেয়ে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

এর পর গত ১ ডিসেম্বর গৌহাটি হাইকোর্ট এক নির্দেশে জারি করে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের আগামী দু-মাসের মধ্যে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তাছাড়া ‘আসাম মালা’ প্রকল্পে দুই লেন সড়ক নির্মাণে যাঁদের জমি, বাগান, বাড়িঘর অধিগ্রহণ করা হবে সেই সকল ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জমি, বাগান, বাড়িঘরের জরিপ করে ভূমি ও রাজস্ব বিভাগ বিল বানিয়ে গৌহাটি হাইকোর্টে হলফনামা দাখিল করার নির্দেশ জারি করার পাশাপাশি জমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে না-দেওয়া পর্যন্ত দুই লেন সড়ক নির্মাণের কাজ শুরু করতে পারবে না বলে এক অন্তর্বতীকালীন নির্দেশ জারি করেছে গৌহাটি হাইকোর্ট।

এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারির শেষে হবে বলে জানিয়েছেন আইনজীবী ভাস্কর বরুয়া। তিনি বলেন, পূর্ত বিভাগ ২০২১ সালেই ভূমি রাজস্ব বিভাগকে অর্থ বরাদ্দ করে দিয়েছিল এর পর সড়ক নির্মাণের কাজ ২০২২ সালে শুরু হয়। কিন্তু গ্রামবাসীরা জমি অধিগ্রহণ বাবদ পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেয়ে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর এবার আদালত ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা আশার আলো দেখছেন।

তাছাড়া বর্তমানে এই দুই লেন সড়ক নির্মাণ করতে মোট যে ১২০টি ভুক্তভুগী পরিবার রয়েছে, যাঁদের জমি অধিগ্রহণ করা হবে ওই পরিবারগুলির জমি অধিগ্রহণের বিষয়টি জরিপ করে ভূমি ও রাজস্ব বিভাগকে আদালতে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande