
রোম, ২০ জানুয়ারি (হি. স. ) : প্রয়াত ইতালীয় গ্ল্যামারের প্রাণপুরুষ ভ্যালেন্টিনো গারভানি। ৯৩ বছর বয়সে রোমে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এই শোকসংবাদ জানানো হয়।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন যে, আজ ইতালি এক কিংবদন্তিকে হারাল এবং তাঁর আভিজাত্যের উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার ভ্যালেন্টিনোর মরদেহ রোমে তাঁর ফাউন্ডেশনের সদর দফতরে রাখা থাকবে যাতে গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। শুক্রবার ইতালির রাজধানীতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
১৯৩২ সালে মিলানের কাছে ভোগেরা শহরে জন্ম নেওয়া এই ডিজাইনারের নাম তাঁর মা রেখেছিলেন বিখ্যাত অভিনেতা রুডলফ ভ্যালেন্টিনোর নামানুসারে। ১৯৫৯ সালে তিনি নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন এবং খুব দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেন। সোফিয়া লরেন, এলিজাবেথ টেলর এবং মনিকা ভিটির মতো বিশ্ববিখ্যাত অভিনেত্রীরা তাঁর তৈরি ডিজাইনের গুণমুগ্ধ ছিলেন। এমনকি ষাটের দশকে আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি দীর্ঘ সময় তাঁর নকশা করা পোশাক পরেছেন। প্রিন্সেস ডায়না থেকে শুরু করে আধুনিক যুগের জুলিয়া রবার্টস এবং পেনেলোপ ক্রুজের মতো তারকারাও রেড কার্পেটে ভ্যালেন্টিনোর সৃষ্টিতেই ভরসা রাখতেন।
ভ্যালেন্টিনোর ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ ছিল বিশেষ ধরনের লাল রঙ, যা 'ভ্যালেন্টিনো রেড' নামে পরিচিত। তাঁর প্রথম কালেকশনের 'ফিয়েস্তা' নামক লাল পোশাকটি এতটাই সাড়া ফেলেছিল যে, পরবর্তীতে কালার অথরিটি প্যান্টোন এই রঙের শেডটিকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। প্রায় ৪৫ বছর ফ্যাশন জগতের শীর্ষে রাজত্ব করার পর ২০০৭ সালে তিনি অবসর নেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি