ছেলের জন্মদিনে পড়ুয়াদের ‘তিথি ভোজন’ করালেন ‘কোর্টের দিদি’ রীতা
ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি (হি.স.): ছেলের জন্মদিনে খুদে পড়ুয়াদের ‘তিথি ভোজন’ করিয়ে মানবিকতার এক অনন্য নজির গড়লেন ঝাড়গ্রামের ‘কোর্টের দিদি’ রীতা দাস দত্ত। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ‘অধিকার মিত্র’ হিসেবে পরিচিত রীতা দেবী জঙ্গলমহলের প্রান্তিক
কোর্টের দিদি ভোজন


ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি (হি.স.): ছেলের জন্মদিনে খুদে পড়ুয়াদের ‘তিথি ভোজন’ করিয়ে মানবিকতার এক অনন্য নজির গড়লেন ঝাড়গ্রামের ‘কোর্টের দিদি’ রীতা দাস দত্ত। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ‘অধিকার মিত্র’ হিসেবে পরিচিত রীতা দেবী জঙ্গলমহলের প্রান্তিক মানুষের কাছে আইনি সচেতনতা পৌঁছে দিতে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ান। কখনও প্রসূতি মাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে তিনি ‘সুবর্ণলক্ষ্মী’ নামে ভূষিত হন, আবার কখনও আইনি লড়াইয়ে মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে ওঠেন ‘কোর্টের দিদি’।

​মঙ্গলবার তাঁর ছেলে শ্রীকৃষ্ণ চৈতন্য দত্তের জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকের সীমান্তবর্তী নিমাডাঙ্গর প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রীতা দাস দত্তের উদ্যোগে এবং ‘সুবর্ণরৈখিক ভাষা পরিবার’-এর সহযোগিতায় ‘প্রধানমন্ত্রী পোষণ’ কর্মসূচির আওতায় মিড-ডে মিলের সঙ্গে অতিরিক্ত পুষ্টিকর খাবার বা ‘তিথি ভোজন’-এর ব্যবস্থা করা হয়। খুদে পড়ুয়াদের পাতে এদিন ছিল ভাত, ডাল, সবজি, মাংসের পাশাপাশি স্যালাড, পাঁপড় ও মিষ্টি। খাবারের পাশাপাশি শিশুদের হাতে খাতা, পেন, ফাইল ও চকলেটও তুলে দেওয়া হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার রাউত এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “কোর্টের দিদিকে মঙ্গলবার এক নতুন মানবিক রূপে দেখা গেল। এই ধরণের আয়োজন শিশুদের যেমন আনন্দ দেয়, তেমনি সমাজের কাছেও এক বিশেষ বার্তা পৌঁছে দেয়।” সামাজিক দায়বদ্ধতা পালনের মধ্য দিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রীতা দাস দত্ত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande