
ভাতার, ২০ জানুয়ারি (হি.স.): বেলডাঙার ঘটনা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, বেলডাঙায় যা ঘটেছিল তা এখন ষড়যন্ত্রে পরিণত হচ্ছে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের বাতাসের মিঠুন বলেন, দেখুন, বেলডাঙায় যা ঘটেছিল তা এখন ষড়যন্ত্রে পরিণত হচ্ছে। আমি আমার দলের বিজেপি কর্মীদের এই ষড়যন্ত্রে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
মিঠুন বলেন, যে কোনও অজুহাতে দাঙ্গা বাধানোর চেষ্টা করা হচ্ছে। তাই দলীয় কর্মীদের সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেন মিঠুন। গতকাল এসডিএম অফিস থেকে তৃণমূল সমর্থকরা ফর্ম ৭ ছিনিয়ে নেওয়া বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস নিজের ঘরে নিজেরাই আগুন লাগাচ্ছে। আমরা এতে জড়াতে চাই না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ