
মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.): জনপ্রিয় গায়িকা নেহা কক্কড় সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁর বিবাহবিচ্ছেদ সংক্রান্ত জল্পনার জবাব দিলেন। তিনি সম্প্রতি কাজ ও ব্যক্তিগত জীবন থেকে বিরতির ইঙ্গিত দিয়ে সামাজিক মাধ্যমে (ইনস্টাগ্রামে) একটি পোস্ট করে তা মুছে ফেলায় জল্পনা ছড়ায় নেহা ও স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্ক নিয়ে ।
জল্পনা বাড়তেই সামাজিক মাধ্যমে সোমবার গভীর রাতে নতুন একটি পোস্টে নেহা স্পষ্ট করেন, এই বিষয়ে তাঁর স্বামী ও পরিবারকে যেন কেউ টেনে না আনে। তিনি লেখেন, পরিবারই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং তাঁর সাফল্যের পেছনে তাঁদের সমর্থন রয়েছে। নেহা জানান, তাঁর ক্ষোভ কিছু ব্যক্তি ও ব্যবস্থার প্রতি, স্বামীর প্রতি নয়। আবেগের বশেই আগের পোস্টটি করেছিলেন বলেও স্বীকার করেন।
তিনি আপাতত ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও মন্তব্য না করার সিদ্ধান্তের কথা জানিয়ে অনুরাগীদের আশ্বস্ত করেন, খুব শিগগিরই তিনি নতুন কাজে ফিরবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য