রাজগঞ্জে নতুন বিডিও, প্রশান্ত বর্মণের জায়গায় এলেন সৌরভকান্তি মণ্ডল
জলপাইগুড়ি, ২০ জানুয়ারি (হি.স.): প্রশান্ত বর্মণকে রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হল। রাজগঞ্জের বিডিও করা হল সৌরভকান্তি মণ্ডলকে। সৌরভকান্তি এতদিন যুগ্ম বিডিও ছিলেন। মঙ্গলবার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিডিওকে সংবর্ধনা দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর
রাজগঞ্জে নতুন বিডিও, প্রশান্ত বর্মণের জায়গায় এলেন সৌরভকান্তি মণ্ডল


জলপাইগুড়ি, ২০ জানুয়ারি (হি.স.): প্রশান্ত বর্মণকে রাজগঞ্জের বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হল। রাজগঞ্জের বিডিও করা হল সৌরভকান্তি মণ্ডলকে। সৌরভকান্তি এতদিন যুগ্ম বিডিও ছিলেন। মঙ্গলবার সদ্য দায়িত্বপ্রাপ্ত বিডিওকে সংবর্ধনা দিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রশান্ত বর্মণের অনুপস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজের দেখভাল করছিলেন যুগ্ম বিডিওই। খুনের মামলায় অভিযুক্ত প্রশান্তকে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়ার পরেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন তথা সরকার। প্রশাসন সূত্রের খবর, ছুটির আবেদন করে উধাও হয়ে গিয়েছিলেন প্রশান্ত, তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না।

উল্লেখ্য, স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর পুলিশ। এখনও পর্যন্ত এই মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে আসে প্রশান্ত বর্মণের নাম। বিধাননগর পুলিশের দাবি, এই খুনের ঘটনার ‘মূল অভিযুক্ত’ প্রশান্তই। কিন্তু নাম জড়ানোর পর থেকেই তিনি কার্যত গা ঢাকা দেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande