সরস্বতী পুজোয় অভিনব থিম, দেশবন্ধু পার্কে গড়ে উঠল ‘মমতাময় লাইব্রেরি’
কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): বইমেলার মরসুমকে কেন্দ্র করেই এ বছর সরস্বতী পুজোর ভাবনায় অভিনবত্বের ছোঁয়া। কলকাতা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এ বছরের সরস্বতী পুজোর থিম করা হয়েছে, ‘মমতাময় লাইব্রেরি’। বই ও জ্ঞ
মমতাময় লাইব্রেরিতে বাগদেবীর আরাধনা শহরে


কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): বইমেলার মরসুমকে কেন্দ্র করেই এ বছর সরস্বতী পুজোর ভাবনায় অভিনবত্বের ছোঁয়া। কলকাতা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে এ বছরের সরস্বতী পুজোর থিম করা হয়েছে, ‘মমতাময় লাইব্রেরি’। বই ও জ্ঞানের মিলনস্থল হিসেবে এখানে গড়ে তোলা হয়েছে একটি ‘ওপেন স্ট্রিট লাইব্রেরি’ বা মুক্ত পথ-গ্রন্থাগার।

এই থিমের মূল আকর্ষণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ২০০-রও বেশি বই নিয়ে তৈরি লাইব্রেরিটি। একটি প্রাচীন বটবৃক্ষের ডালপালায় সুসজ্জিতভাবে রাখা হয়েছে এই বইগুলি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো শেষ হয়ে গেলেও এই লাইব্রেরিটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের উত্তর প্রাঙ্গণে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়িকা সুপ্তি পাণ্ডে। বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। এদিন জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস উৎসাহিত করতে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বই, খাতা ও পেন তুলে দেওয়া হয়। শিশুদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল বার্তা। থিমের ভাবনায় মণীষীদের স্মরণকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

​বইমেলা আর সরস্বতী পুজোর যুগলবন্দিতে তিলোত্তমার প্রাণকেন্দ্রে জ্ঞানদেবীর আরাধনায় এই ‘বইয়ের শহর’ নিঃসন্দেহে এক নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande