নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ, বাংলায় ভোট নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন সিং
ব্যারাকপুর, ২০ জানুয়ারি ( হি. স.) : ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘ফর্ম-৭’ জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই ঘটনার প্রেক্ষিতে সরাসরি নির্বাচন কমিশন
অর্জুন সিং


ব্যারাকপুর, ২০ জানুয়ারি ( হি. স.) : ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ‘ফর্ম-৭’ জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই ঘটনার প্রেক্ষিতে সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার ব্যারাকপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “নির্বাচন কমিশন এখন কার্যত ঠুঁটো জগন্নাথ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভোট হওয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।”

​অর্জুন সিং অভিযোগ করেন, বিভিন্ন জেলায় বিজেপি নেতাকর্মীরা যখন নিয়ম মেনে ফর্ম-৭ জমা দিতে যাচ্ছেন, তখন তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে। তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার পর থেকেই তাঁর দল ধরে নিয়েছে যে রাজ্যে তারাই ভোট পরিচালনা করবে। এমনকি বুথে বুথে তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর ওপরও আক্রমণ চালাচ্ছে বলে তিনি গুরুতর অভিযোগ তোলেন।

​প্রাক্তন সাংসদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশনের উচিত ছিল অবিলম্বে সংশ্লিষ্ট ডিএম ও এসডিও-দের অপসারিত করা। তাঁর মতে, সঠিক প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় ‘স্টেট ইলেক্টোরাল রোল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের একাংশ শাসক দলের হয়ে কাজ করছে বলেই বিরোধীদের ওপর হামলা বাড়ছে বলে তিনি মনে করেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে গণতন্ত্র বিপন্ন বলেও মন্তব্য করেন অর্জুন সিং।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande